Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

প্রাচীনকাল থেকেই মাদারীপুর সদর উপজেলা জনেগাষ্ঠী ক্রীড়ামোদী। এখানে প্রতিবছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এখানকার জনপ্রিয় খেলার মধ্যে বর্তমানে ক্রিকেট ও ফুটবলের আধিপত্য দেখা গেলেও অন্যান্য খেলাও পিছিয়ে নেই। মাদারীপুর সদর উপজেলায় বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে। এর মধ্যে  মিঠাপুর এন.এল.উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এবং মাদারীপুর স্টেডিয়াম,সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ, চরমুগরিয়া কলেজ ও চরমুগরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয় মাঠ, কুলপদ্দি মডেল ক্লাব মাঠ, পুলিশ লাইনস মাঠ।  প্রতি বছর এ স্টেডিয়ামে নিম্নলিখিত খেলা অনুষ্ঠিত হয়ঃ

 

(ক)  বিভিন্ন স্কুল, কলেজ, উপজেলা, ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

  • উল্লেখ্যযোগ্য খেলার নাম ও বিবরণ: ফুটবল, মহিলা ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল (পুরুষ ও মহিলা), ব্যাডমিন্টন, ভলিবল, কাবাডি, এ্যাথলেটিকস্, টেনিস, টেবিল টেনিস, দাব, সাঁতার সহ স্থানীয় হাডুডু।