বিনোদন প্রেমীদের জন্য আকর্ষণীয় হয়ে ওঠছে মাদারীপুরের হর্টিকালচার সেন্টার। সবুজ বেষ্টনী ও কৃত্রিম হ্রদ, পাশাপাশি প্রায় ৩০ হাজার বিভিন্ন প্রজাতির জানা-অজানা গাছ গাছালি সহজেই মন কাড়ে দর্শনার্থীদের।
২০১৩ সালে নিু কুমার নদের তীরে ১২ একর জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে মাদারীপুর হর্টিকালচার সেন্টার। এতে রয়েছে ৩০ হাজার বিভিন্ন প্রজাতির গাছ। মনোরম এই প্রাকৃতিক সৌন্দর্য মাতিয়ে তুলছে ভ্রমণ পিপাসুদের।
এদিকে, এখানকার নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছে সব বয়সী মানুষ। পাশাপাশি বৃক্ষ প্রেমীরাও আসছে বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহে।
ইতোমধ্যে এ সেন্টারটি স্থানীয় ও আশপাশের লোকজনের কাছে বিনোদন কেন্দ্র হিসাবে পরিচিত পেয়েছে। তবে লোকবল সংকটের কারণে দর্শনার্থীদের কাক্সিক্ষত সেবা দেওয়া যাচ্ছে না বলে জানালেন হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. সাইফুল ইসলাম।
সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে হর্টিকালচার সেন্টারটি ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় স্থান হিসাবে গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস